গ্রামের পড়ুয়ারাও এবার ইংরেজি শিক্ষায় হবে দড়। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের গোপালপুর গ্রামে যাত্রা শুরু করল জেলার দ্বিতীয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সুদৃশ্য স্কুল ভবনকে ঘিরে কেতুগ্রামবাসীর উৎসাহ এখন তুঙ্গে। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকছে এই বিদ্যালয়ে।
ইতিমধ্যেই স্কুলের পঠনপাঠন ও ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনেই প্রথম শ্রেণিতে ৪০ জনের বেশি পড়ুয়া ভর্তি হয়েছে। স্কুলটি পরিদর্শনে এসে জেলা শাসক আয়েশা রাণী এ জানান, মন্তেশ্বরের পর কেতুগ্রামের এই স্কুলটি জেলার শিক্ষা মানচিত্রে নতুন পালক যোগ করল। এরপর খণ্ডঘোষ ও মঙ্গলকোট ব্লকেও এই ধরণের সরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে প্রশাসনের। আপাতত পার্শ্ববর্তী স্কুল থেকে তিনজন শিক্ষক দিয়ে কাজ শুরু হলেও দ্রুত পরিকাঠামো আরও উন্নত করা হবে।