বর্তমানে সিম কার্ড কেনা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা—সবকিছুতেই আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু আপনার অজান্তে আপনার আধার ব্যবহার করে কোনো অপরাধমূলক কাজ হচ্ছে না তো? জালিয়াতি রুখতে এখনই নিচের ধাপগুলি অনুসরণ করে আপনার ‘আধার হিস্ট্রি’ চেক করুন।
কিভাবে চেক করবেন? (ধাপে ধাপে নির্দেশিকা)
১. অফিসিয়াল ওয়েবসাইট: প্রথমেই UIDAI-এর অফিসিয়াল পোর্টাল myaadhaar.uidai.gov.in-এ যান। ২. লগইন: আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং স্ক্রিনে থাকা ক্যাপচা (Captcha) কোডটি দিয়ে ‘Send OTP’ বাটনে ক্লিক করুন। ৩. OTP যাচাই: আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেটি লিখে লগইন করুন। ৪. অথেন্টিকেশন হিস্ট্রি: লগইন করার পর ড্যাশবোর্ড থেকে ‘Authentication History’ অপশনটি বেছে নিন। ৫. তারিখ নির্বাচন: আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তথ্য দেখতে চান (সর্বোচ্চ ৬ মাস), তা সিলেক্ট করুন। ৬. বিবরণ যাচাই: এরপর আপনি দেখতে পাবেন আপনার আধার কোথায়, কখন এবং কী উদ্দেশ্যে (যেমন: ওটিপি, বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক) ব্যবহার করা হয়েছে।
অজানা ব্যবহার দেখলে কী করবেন?
যদি তালিকায় এমন কোনো ব্যবহার দেখতে পান যা আপনি করেননি, তবে দেরি না করে নিচের পদক্ষেপগুলি নিন:
-
অনলাইন রিপোর্ট: পোর্টালের মধ্যেই অভিযোগ জানানোর অপশন পাবেন।
-
হেল্পলাইন: সরাসরি টোল-ফ্রি নম্বর ১৯৪৭ (1947)-এ কল করুন।
-
ইমেল: help@uidai.gov.in-এ আপনার সমস্যা লিখে ইমেল করতে পারেন।
প্রো-টিপ: আধার কার্ডের অপব্যবহার রুখতে আপনি আপনার বায়োমেট্রিক লক (Biometric Lock) করে রাখতে পারেন। এতে আপনার আঙুলের ছাপ ব্যবহার করে কেউ জালিয়াতি করতে পারবে না।