আইপিএল-এর মেগা নিলামে ৯.২০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চিন্তার মেঘ কেকেআর শিবিরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, আইপিএল চলাকালীনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে জাতীয় দলের হয়ে খেলার ডাক এলে আইপিএল-এর বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হতে পারে নাইটদের।
মাশরাফি মোর্তাজা, শাকিব আল-হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশী হিসেবে কেকেআর জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুরকে। নাইট ম্যানেজমেন্ট আশা করছে, বিসিবি যদি তাঁকে ওডিআই সিরিজ থেকে বিশ্রাম দেয় বা শুধুমাত্র টি-২০ সিরিজে রাখে, তবে খুব একটা সমস্যা হবে না। কিন্তু ওডিআই দলেও ‘ফিজ’ ডাক পেলে বিকল্প পেসারদের ওপর নির্ভর করতে হবে কেকেআর-কে। এখন দেখার, কোটি টাকার এই অস্ত্রকে কতখানি ব্যবহার করতে পারে কলকাতা।