মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা এবং এই সংক্রান্ত তৃণমূল নেতা হুমায়ুন কবীরের একের পর এক বিস্ফোরক মন্তব্যে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ইস্যুতে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির সামান্যতম লক্ষণ দেখলেই হুমায়ুন কবীরকে ‘আগাম গ্রেফতারের’ (Preventive Arrest) নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এই মর্মে তিনি রাজ্য সরকারকে চিঠিও দিয়েছেন বলে জানা যাচ্ছে।
💥 হুমায়ুনের বিস্ফোরক মন্তব্য:
৬ ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। তবে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি সম্প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দেন:
“আগুন নিয়ে খেলবেন না। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ-প্রশাসনকে।”
এমনকি বেলডাঙার এসডিপিও উত্তম গরাইয়ের উদ্দেশে তিনি বলেন, “হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না।”
❌ রাজ্যপালের কড়া বার্তা:
হুমায়ুন কবীরের এই মন্তব্য এবং ৬ ডিসেম্বরের কর্মসূচির প্রেক্ষিতে বড়সড় নির্দেশ দিতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তাঁর সাফ কথা—হুমায়ুনের পদক্ষেপে বা কথায় যদি রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়, তাহলে তাঁকে কোনো রকম দেরি না করে ‘আগাম গ্রেফতার’ করতে হবে। রাজ্য সরকার যদি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, হুমায়ুন কবীর পুলিশ ও প্রশাসনিক কর্তাদের আরএসএসের দালাল বলেও কটাক্ষ করেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমার চ্যালেঞ্জ ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে থাকবে। মুসলিমদের দখলে থাকবে।” এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে চরম চাপানউতোর সৃষ্টি হয়েছে।