অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীরা ব্যবহার করতে পারবে না ফেসবুক! সরকারি নির্দেশ কার্যকর করতে শুরু করল মেটা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সরকারি নির্দেশ কার্যকর করার কাজ শুরু করেছে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা (Meta)। মেটার তরফে জানানো হয়েছে যে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার যে সকল নাবালকের বয়স ১৬ বছরের কম, তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা বন্ধ হয়ে যাবে।

কেন এই নিয়ম?

সরকারি নির্দেশিকা: অস্ট্রেলিয়া প্রশাসন ২০২৪ সালের নভেম্বর মাসে এই নির্দেশিকা জারি করে। এতে জানানো হয়, ১৬ বছরের নিচে কোনো নাগরিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না।

নিষিদ্ধ প্ল্যাটফর্ম: শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এবং অন্যান্য সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেও এই নির্দেশ মানতে হবে।

হুশিয়ারি: অস্ট্রেলিয়া সরকারের তরফে ১০ ডিসেম্বরের মধ্যে এই নির্দেশ পালন করার সময়সীমা ধার্য করা হয়েছে। যে সব প্ল্যাটফর্ম এই নির্দেশ পালন করবে না, তাদের ৩২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ২৬৬ কোটি টাকা) ক্ষতিপূরণের মুখে পড়তে হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

মেটা কর্তৃপক্ষের বক্তব্য:

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যাকাউন্ট ডিলিট করার প্রক্রিয়াটি সহজ নয়; এটি একটি ‘মাল্টি লেয়ার প্রসেস’ বা একাধিক স্তরের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ১০ ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন হবে।

অস্ট্রেলিয়ান সরকারের এই নির্দেশের পর মনে করা হচ্ছে, হাজার হাজার অ্যাকাউন্ট ডিলিট হবে। ইনস্টাগ্রাম ইতিমধ্যে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।

অ্যাপ স্টোর ও সরকারের দিকে দায় ঠেলল মেটা:

ফেসবুক কর্তৃপক্ষ এই কাজ শুরু করলেও, তারা ঘুরিয়ে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরের পাশাপাশি সরকারকেই দায়ী করেছে।

অ্যাপ স্টোরের দিকে অভিযোগ: মেটার দাবি, অ্যাপ স্টোর বা প্লে স্টোরের উচিত অ্যাপটি ডাউনলোডের সময়ই বয়স যাচাই করে নেওয়া।

সরকারের দিকে অভিযোগ: ইউটিউব কর্তৃপক্ষও সরকারকে কাঠগড়ায় তুলেছে। তাদের দাবি, ওয়েবসাইটে ভিজিট করার ক্ষেত্রে কোনো বয়সসীমা না থাকলেও, অ্যাপের ক্ষেত্রে বয়সসীমা রাখা হচ্ছে—এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy