“অমানুষিক অত্যাচার বন্ধ হোক,” ভোটার লিস্টের চাপে কাজ বন্ধ করে রাজপথে শত শত শিক্ষক

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের সামনে নজিরবিহীন বিশৃঙ্খলা! ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় কাজের অতিরিক্ত চাপের প্রতিবাদে মঙ্গলবার ফের উত্তাল হয়ে উঠল বিবাদী বাগ চত্বর। তৃণমূলপন্থী ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র ব্যানারে শত শত বুথ লেভেল অফিসার এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতির চরম অবনতি ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন প্রতিদিন নতুন গাইডলাইন জারি করে তাঁদের ওপর পাহাড়প্রমাণ চাপ সৃষ্টি করছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, ডিজিটাইজেশন এবং বর্তমানে হিয়ারিং নোটিস ডেলিভারির কাজ করতে গিয়ে নাজেহাল হচ্ছেন তাঁরা। বিক্ষোভকারী স্বপ্না মণ্ডলের কথায়, “আমরা স্কুলের শিক্ষক, রাত জেগে কাজ করছি। তাও বিএলও অ্যাপে আন্ডারটেকিং দিতে হচ্ছে যাতে ভুলের সব দায় আমাদের ওপর চাপে। এটা অমানুষিক অত্যাচার।” বিএলও-দের আরও অভিযোগ, কেন্দ্রীয়ভাবে নিযুক্ত মাইক্রো অবজার্ভাররা সাহায্য করার বদলে শুধু নজরদারি চালিয়ে চাপ বাড়াচ্ছেন। এদিন বিক্ষোভ সরাতে পুলিশ সক্রিয় হলে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে কলকাতা পুলিশ। ঘটনায় এক পুলিশ কর্মী জখম হয়েছেন বলেও খবর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy