জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পর থেকেই জীতু কমল অর্থাৎ আর্যর বিপরীতে নতুন অপর্ণা কে হবেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে প্রবল আলোচনা চলছিল। কখনও সৃজা দত্ত, কখনও বা সৌমিতৃষা কুণ্ডুর নাম উঠে এলেও, আজ চ্যানেল কর্তৃপক্ষ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নতুন মুখের নাম ঘোষণা করেছে—তিনি হলেন শিরিন পাল (Shirin Paul)।
শিরিন পাল পর্দায় আনকোরা হলেও, থিয়েটারই তাঁর আসল জগত। ঝাড়গ্রামের মেয়ে শিরিন বলেন, “আমার বেড়ে ওঠা, ইস্কুল সবটাই ঝাড়গ্রামে। অভিনয়ের পথচলা শুরু আমার থিয়েটারের দল ‘ঝাড়গ্রাম কথাকৃতি’র হাত ধরে। টিভির পর্দায় এটাই প্রথম কাজ।” এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মে ‘বুলেটের ফাঁদ’ নামক একটি মাইক্রোসিরিজে অভিনয় করেছেন।
‘ডেড বডি’ ট্যুইস্ট দিয়ে এন্ট্রি?
ইতিমধ্যেই শিরিনের লুক দর্শকের সামনে এসেছে। গোলাপি সালোয়ার কামিজে জীতু কমলের পাশে তাঁকে দিব্য মানিয়েছে। অন্যদিকে, নতুন প্রোমোতে দেখানো হয়েছে এক বড়সড় ট্যুইস্ট। আর্যর কাছে খবর আসে যে অপর্ণার ডেড বডি পাওয়া গেছে! এই পরিস্থিতিতে নতুন অপর্ণা কীভাবে এন্ট্রি নেবেন—সে অপেক্ষায় রয়েছে দর্শক।
প্রসঙ্গত, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ধারাবাহিক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। আর্টিস্ট ফোরামও তাঁকে জোর না করার পক্ষে মত দেয়। নতুন অপর্ণা কবে থেকে পর্দায় আসবেন, সেই বিষয়ে চ্যানেল এখনও কিছু জানায়নি।