অফিসে যাওয়ার দিন শেষ! ঘরে বসেই ডাউনলোড করুন পিএফ পাসবুক, জানুন অ্যাকাউন্টের যাবতীয় তথ্য

কর্মচারীদের ভবিষ্যতের সঞ্চয় বা ইপিএফ (EPF) নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এখন সদস্যদের জন্য দিচ্ছে অনলাইন পাসবুক ডাউনলোডের বিশেষ সুবিধা। এর মাধ্যমে লাইনে না দাঁড়িয়েই আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়ল, কত সুদ এল বা নিয়োগকর্তা কত টাকা দিলেন—সবই জানা সম্ভব।

পাসবুক দেখার জন্য আপনার UAN নম্বরটি সক্রিয় থাকতে হবে। অনলাইন পোর্টালে গিয়ে UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই সংশ্লিষ্ট মেম্বার আইডির (Member ID) পাসবুক PDF হিসেবে ডাউনলোড করা যাবে। এছাড়া স্মার্টফোন ব্যবহারকারীরা উমং (Umang) অ্যাপের মাধ্যমে ওটিপি (OTP) যাচাই করে খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন। তবে মনে রাখবেন, যদি পিএফ অ্যাকাউন্টটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়ে থাকে, তবে তার তথ্য অনলাইনে মিলবে না। এই ডিজিটাল পদক্ষেপের ফলে পিএফ সংক্রান্ত কাজে যেমন স্বচ্ছতা এসেছে, তেমনই সাশ্রয় হচ্ছে মূল্যবান সময়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy