আগামী বছর ভারতের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রি বৃহস্পতিবার (আজ) থেকেই শুরু হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এক গুরুত্বপূর্ণ ঘোষণায় অনলাইনে টিকিট বিক্রি শুরুর কথা জানিয়েছে। অনুরাগীদের কথা মাথায় রেখে টিকিটের মূল্য সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।
টুর্নামেন্ট ও টিকিটের বিবরণ
-
সময়কাল: ২০টি দেশকে নিয়ে টি-20 বিশ্বকাপের দশম সংস্করণ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত।
-
টিকিটের মূল্য:
-
ভারতীয় মুদ্রায় সর্বনিম্ন টিকিটের মূল্য ১০০ টাকা।
-
শ্রীলঙ্কান মুদ্রায় টিকিটের সর্বনিম্ন মূল্য LKR ১০০০ (যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৯২ টাকার মতো)।
-
-
প্রথম পর্যায়: আইসিসি জানিয়েছে, প্রথম পর্যায়ে তাঁরা ২০ লক্ষ টিকিট ছাড়তে চলেছে।
উদ্বোধনী দিনের ম্যাচ ও ভেন্যু
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ শুরুর আগে এদিন মুল্লানপুরে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির সূচনা হয়।
আগামী ৭ ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপের প্রথম দিনেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে:
-
কলম্বোয় উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
-
একইদিনে কলকাতায় ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।
-
অন্যদিকে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের।
আইসিসি-র লক্ষ্য ও ভেন্যুসমূহ
আইসিসি সিইও সংযোগ গুপ্তা বলেন, “প্রথম পর্যায়ের টিকিট বিক্রি গ্লোবাল আইসিসি ইভেন্ট সাধারণের জন্য উপলব্ধ করার জন্য আমাদের প্রয়াসের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ২০২৬ টি-20 বিশ্বকাপ আয়োজনে আমাদের একটাই লক্ষ্য, সাধারণ অনুরাগীরা সকলে যাতে স্টেডিয়ামে ঢুকে এই মার্কি ক্রিকেট ইভেন্টের স্বাদ নিতে পারে।”
ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি, মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-20 বিশ্বকাপ। ভেন্যুগুলি হল:
-
ভারত: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলকাতা ইডেন গার্ডেন্স।
-
শ্রীলঙ্কা: কলম্বোর প্রেমদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম।