অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট-এর যৌথ প্রযোজনায় আসছে বহু প্রতীক্ষিত নতুন বাংলা ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। সম্প্রতি মুক্তি পেল এই ছবির প্রথম গান, ‘কাঁটা ফুটেসে’, যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। বি সাউ এবং রুবাইয়ের কণ্ঠ এবং বি সাউয়ের সুরে এই গানটিতে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) অনস্ক্রিন কেমিস্ট্রি যেন বহু গুণে ঝলমলে।
থাইল্যান্ডের মনোরম লোকেশনে শুটিং হওয়া এবং ম্যাগির কোরিওগ্রাফিতে তৈরি এই গানটি নিয়ে অঙ্কুশ বলেন, “‘কাঁটা ফুটেসে’ গানটা আসলে নতুন বোতলে পুরনো মদের মতো। দীর্ঘ দিন পর বাংলা ছবিতে মন ছুঁয়ে যাওয়া রোম্যান্টিক ফিল এবং দুর্দান্ত হুক লাইন ফিরছে। গানের রঙিন ভিজ্যুয়াল দর্শককে চোখের আরাম দেবে।”
জানা গিয়েছে, ছবিটি আসন্ন সরস্বতী পুজোর আবহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তমকুমারের সেই বিখ্যাত গান থেকে ছবির নাম:
বিশেষভাবে উল্লেখ্য, ছবিটির শিরোনাম প্রবাদপ্রতিম উত্তমকুমারের শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’-তে কিশোর কুমারের গাওয়া জনপ্রিয় গান ‘নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, তাই ওদের নাম ললনা’-এর লাইন থেকে অনুপ্রাণিত।
অঙ্কুশ হাজরা, যিনি ২০১০ সালে ‘কেল্লাফতে’ ছবির মাধ্যমে টলিউডে পা রেখে নাচের স্টেপে দর্শকদের মন জয় করেছিলেন, আজ তিনি কেবল প্রতিষ্ঠিত নায়ক নন, সফল প্রযোজকও। তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবি অ্যাকশন নির্ভর ‘মির্জা’-র পর, এবার সুমিত-শাহিল পরিচালিত ‘নারী চরিত্র বেজায় জটিল’ নিয়ে আসছেন ফ্যামিলি ড্রামার ঘরানায়।
গল্প আবর্তিত হয়েছে ঝন্টুকে (অঙ্কুশ) ঘিরে। ঝন্টু অত্যন্ত চালাক-চতুর হলেও তার চারপাশের নারীদের মন বুঝে উঠতে সে সম্পূর্ণ ব্যর্থ। এই ‘অসাধ্য সাধন’-এর মজার গল্পই পর্দায় তুলে ধরবে ছবিটি। ঝন্টুর চারপাশে নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা সেনের পাশাপাশি আরও আছেন সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেত্রীরা।
সবকিছু ঠিকঠাক থাকলে, বলিউড খ্যাত যমজ পরিচালক সুমিত-শাহিল পরিচালিত এই পারিবারিক ছবিটি ২০২৬ সালের সরস্বতী পুজোতেই মুক্তি পাবে।