অগ্নিগর্ভ বাংলাদেশে বিপিএল নিয়ে চরম অনিশ্চয়তা! বাতিল জমকালো উদ্বোধন, ২৬ ডিসেম্বর খেলা শুরু নিয়ে সংশয়

রক্তক্ষয়ী সংঘর্ষ, অশান্তি আর অস্থিরতায় কাঁপছে বাংলাদেশ। এই উত্তাল পরিস্থিতির মাঝেই আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)। তবে বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত বিপিএল-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নির্ধারিত সময়ে লিগ শুরু করার বিষয়ে অনড় থাকলেও, ফ্র্যাঞ্চাইজিগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ। দেশের বিভিন্ন প্রান্তে হামলা ও খুনাখুনির ঘটনায় বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিপিএল কর্তা শাখাওয়াত হোসেন জানিয়েছেন, নিরাপত্তা সংস্থাগুলোর সবুজ সংকেত পেলেই তারা মাঠে নামবেন। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের মতো দলগুলো অনুশীলনের প্রস্তুতি নিলেও পর্দার আড়ালে টুর্নামেন্ট স্থগিত হওয়ার আশঙ্কা কাজ করছে। সিলেটে প্রথম ম্যাচ হওয়ার কথা থাকলেও এখন দেখার, অগ্নিগর্ভ পরিস্থিতির চাপে বিপিএল-এর বল আদৌ মাঠে গড়ায় কি না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy