নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার স্পষ্ট ভাষায় বলেছেন যে, যখন কিছু দেশ আন্তর্জাতিক নিয়ম “লঙ্ঘন ও দুর্বল” করার চেষ্টা করছে, তখনও ভারত দৃঢ়ভাবে বিশ্বের “নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা” বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত প্রথমবার যে ইউনাইটেড নেশনস ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ (UNTCC) চিফস কনক্লেভ-এর আয়োজন করছে, সেখানে বক্তৃতাকালে তিনি আন্তর্জাতিক কাঠামোর সংস্কারের পক্ষে সওয়াল করেন।
রাজনাথ সিং বলেন, “কিছু দেশ প্রকাশ্যে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে, কেউ কেউ এটিকে দুর্বল করার চেষ্টা করছে, আবার কেউ কেউ নিজেদের নিয়ম তৈরি করে পরবর্তী শতাব্দীতে আধিপত্য বিস্তার করতে চাইছে। ভারত, একদিকে যেমন পুরোনো আন্তর্জাতিক কাঠামোর সংস্কারের পক্ষে কথা বলছে, তেমনই অন্যদিকে আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা বজায় রাখার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।”
প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন যে, জাতিসংঘের পতাকার নিচে শান্তিরক্ষার ধারণায় হাজার হাজার ভারতীয় নিবেদিত, কারণ এটি কেবল একটি ‘পছন্দের কাজ’ নয়, বরং একটি ‘বিশ্বাসের বিষয়’। তিনি বলেন, স্বাধীনতার শুরু থেকেই ভারত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার মিশনে জাতিসংঘের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
তিনি আরও বলেন, UN চার্টার তৈরির মূল ভিত্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ব্যাপক ধ্বংসযজ্ঞ। রাজনাথ সিং মনে করিয়ে দেন, ভারত জাতিসংঘের সনদের প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারী দেশগুলির মধ্যে অন্যতম। এই সনদ ভারতের নিজস্ব দর্শন ‘বসুধৈব কুটুম্বকম’-কে প্রতিফলিত করে, যা আমাদের শেখায় যে ‘গোটা বিশ্ব একটি পরিবার’।