স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC) নিয়োগ মামলায় ফের তৈরি হলো বড়সড় আইনি জটিলতা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দেওয়া যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
তালিকা প্রকাশে বাধা: সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, সুপ্রিম কোর্টের অনুমতি ব্যতীত এসএসসি কোনোভাবেই নতুন করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারবে না।
মৌলিক শুনানি হাইকোর্টেই: সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলার মূল আইনি লড়াই বা শুনানি কলকাতা হাইকোর্টেই চলবে। হাইকোর্টই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে যে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা ঠিক কতখানি।
হলফনামা তলব: এই মামলায় যুক্ত প্রতিটি পক্ষকে তাঁদের স্বপক্ষে যুক্তি ও প্রমাণ হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে। স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিচারপতি অমৃতা সিনহা যোগ্য প্রার্থীদের তালিকা দ্রুত প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চেয়েছিলেন। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। শীর্ষ আদালত মনে করছে, এই নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু আইনি এবং প্রশাসনিক জটিলতা রয়েছে, তাই তড়িঘড়ি তালিকা প্রকাশ করলে প্রার্থীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সব পক্ষের দাবি যথাযথভাবে খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটতে চাইছে আদালত।
আদালতের এই ‘আংশিক স্থগিতাদেশ’ নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল। দীর্ঘদিনের লড়াই ও প্রস্তুতির পর যারা যোগ্যতার প্রমাণ দিয়েছেন, তাঁরা এখন তাকিয়ে রয়েছেন কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে।
আপাতত আইনি গোলকধাঁধায় আটকে রইল স্কুল সার্ভিসের নিয়োগ তালিকা। এসএসসি-র পরবর্তী পদক্ষেপ এবং হাইকোর্টের শুনানির ওপরই নির্ভর করছে কয়েক হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ।