SIR ফর্ম ফেরতে শীর্ষে কলকাতা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই ‘নো ম্যাপিং’ হার ১০% এর বেশি

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR) চলাকালীন কলকাতা শহর থেকে বিপরীত চিত্র উঠে আসছে। সারা রাজ্য জুড়ে যেখানে এসআইআর-এর ফর্ম ম্যাপিংয়ে ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, সেখানে কলকাতায় সবচেয়ে বেশি ‘আনকালেক্টেবল’ (ফেরত আসা) ফর্ম চিহ্নিত হয়েছে। দুই কলকাতা (উত্তর ও দক্ষিণ) মিলিয়ে এই হার ২০ শতাংশ।⚠️ ‘আনকালেক্টেবল’ ফর্মের চিত্র:কলকাতা উত্তর ও দক্ষিণ: উভয় ক্ষেত্রেই ২০ শতাংশ করে মানুষের ফর্ম ফেরত এসেছে। এদের মধ্যে অনেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, কেউ মৃত ভোটার অথবা নিখোঁজ।কলকাতা দক্ষিণ (মুখ্যমন্ত্রীর কেন্দ্র): এই অঞ্চলে ‘নো ম্যাপিং’ (সেল্ফ বা প্রজেনি করতে পারেনি) বা ফর্ম ফেরতের হার ১০ শতাংশের বেশি।ভবানীপুর (মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র): ১০ শতাংশ।বালিগঞ্জ: ৯.৭ শতাংশ।রাসবিহারী: ১০ শতাংশ।খিদিরপুর-সংলগ্ন পোর্ট এলাকা: ১২ শতাংশ।📉 একদিনে বাদের সংখ্যা বৃদ্ধি:বুধবারের মধ্যেই ‘আনকালেক্টেবল ডেটা’ এক দিনে তিন লক্ষ বেড়েছে। সারা রাজ্য জুড়ে মোট ৫০ লক্ষ ২২ হাজার ৪১০ জনের নাম বাদের সম্ভাবনা রয়েছে।বাদের কারণসংখ্যামৃত ভোটার২২ লক্ষ ৯২ হাজারস্থানান্তরিত১৭.৫ লক্ষনিখোঁজ৮ লক্ষডুপ্লিকেট১.২ লক্ষ📈 কেন একদিনে এত বেশি ফর্ম বাদ পড়ল?১. এন্ট্রি প্রায় শেষ: ৯৮% ফর্ম ডিজিটাইজড হয়ে যাওয়ায় গতি বেড়েছে।২. BLo-দের সতর্কতা: চেকিং ও রি-চেকিং বাড়ানোর নির্দেশের জেরে বুথ লেভেল অফিসাররা (BLO) দ্রুত তথ্য যাচাই করেছেন।৩. অন্যান্য জেলার চিত্র: দার্জিলিং ও হাওড়াতেও ‘আনকালেক্টেড’ ফর্মের হার ৮ শতাংশ।৪. দক্ষিণ ২৪ পরগণায় ‘নো ম্যাপিং’: সেল্ফ বা প্রজেনি (Self or Progeny) করতে পারেনি এমন ভোটারের সংখ্যা ২৭ লক্ষ। এর মধ্যে কলকাতা দক্ষিণে ১০ শতাংশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy