জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ তদারকি করতে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের জন্য স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করেছে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই স্পেশাল রোল অবজার্ভাররা এক-একটি রাজ্যে দুই দিন করে অবস্থান করবেন বলে কমিশন নির্দেশ দিয়েছে।
রোল অবজার্ভারদের বাড়তি দায়িত্ব:
কমিশন রোল অবজার্ভারদের আরও দায়িত্ব দিয়েছে, যার মধ্যে রয়েছে:
-
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করা।
-
সিইও (CEO) ও ডিইও (DEO)-দের সঙ্গে বৈঠক করা।
-
কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটার যাতে তালিকায় থেকে না যায়, তা নিশ্চিত করা।
BLO-দের প্রতি কড়া হুঁশিয়ারি:
এদিকে, খসড়া তালিকায় ‘অস্তিত্বহীন’ ভোটার (যেমন মৃত ভোটার বা ডবল এন্ট্রি) মিললে BLO-দের (Booth Level Officer) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা ফের দিয়েছে নির্বাচন কমিশন।
-
শাস্তির খাঁড়া: ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-দের জানানো হয়েছে, মৃত ভোটার, ডবল এন্ট্রির মতো ভুল হলে শাস্তির খাঁড়া নামবে BLO-দের উপরই। কড়া পদক্ষেপ করা হবে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে।
-
কমিশনের নতুন ট্যাগলাইন: নির্বাচন কমিশনের নতুন ট্যাগ লাইন হলো: “সাবধানি হটি অর দুর্ঘটনা ঘটি!” (অর্থাৎ অসতর্ক হলেই বিপদ!)
মৃত ভোটারের তথ্য সংগ্রহে আধার:
মৃত ভোটারদের বিষয়ে নির্ভুল তথ্য জোগাড় করতে নির্বাচন কমিশন এবার আধার কার্ডের সাহায্য নিচ্ছে।
-
কমিশনের নির্দেশে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
-
সূত্র অনুযায়ী, আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও, ১৩ লক্ষ মৃতের নাম মিলেছে, যাদের আধার কার্ড ছিল না।
এনুমারেশন ফর্ম বিলি: কিছু এলাকায় ৭৫ শতাংশের কম:
রাজ্যে জোর কদমে SIR চললেও, কিছু জায়গায় নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে (যেমন রাস্তায় বসে ফর্ম বিলি করা বা BLO-র সঙ্গে তৃণমূল নেতার ঘোরা)। কোথায় কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, তা জানতে বুধবার রাতে ERO-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে নির্বাচন কমিশন। সূত্রের খবর, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, জগদ্দল, নোয়াপাড়া, খড়দা, পানিহাটি, মেটিয়াব্রুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, কুলটি, কসবা-সহ একাধিক জায়গায় ৭৫ শতাংশের কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে।