SIR আবহের মাঝে ভয়াবহ আগুন, গুলশন কলোনিতে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা

গুলশন কলোনিতে (Gulshan Colony) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) আবহের মধ্যেই এই ঘটনা ঘটায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই আগুন লাগায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী ছুটে আসে।

দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে হাত লাগান। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন যাতে দ্রুত পার্শ্ববর্তী বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখছেন দমকল কর্মীরা।

প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর আছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy