“NRC-র ভয় দেখিয়ে নোংরামি করছে তৃণমূল!” CAA নিয়ে এবার সোজাসাপ্টা আক্রমণ অভ্র সেনের

সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA কার্যকর হওয়া নিয়ে ফের একবার চড়ল রাজনৈতিক পারদ। এবার তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করলেন বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিত্ব অভ্র সেন। তাঁর দাবি, এই আইন নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং এর নেপথ্যে রয়েছে রাজ্যের শাসকদল।

“পুরোটাই অনলাইন, দুর্নীতি অসম্ভব” অভ্র সেন এদিন সিএএ-র স্বচ্ছতা নিয়ে বড় দাবি করেন। তিনি জানান:

সিএএ প্রক্রিয়ায় কোনো মানুষের সরাসরি হস্তক্ষেপ বা দুর্নীতির সুযোগ নেই।

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং এটি অত্যন্ত সহজ পদ্ধতি।

কোনো দালাল বা অসাধু উপায়ে এখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রাখা হয়নি।

তৃণমূলের বিরুদ্ধে ‘মিথ্যাচার’-এর অভিযোগ
এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমালোচনা করে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এই সিএএ নিয়ে শুরু থেকেই মিথ্যাচার এবং নোংরামি করে গেছে।” তাঁর মতে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে সিএএ-র সঙ্গে এনআরসি-কে (NRC) গুলিয়ে দেওয়া হয়েছে। সিএএ যেখানে নাগরিকত্ব দেওয়ার আইন, সেখানে তাকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

ভয়ের রাজনীতি বনাম অধিকারের লড়াই
অভ্র সেনের মতে, “দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।” তিনি মনে করিয়ে দেন যে, নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব প্রদানই এই আইনের মূল লক্ষ্য। তৃণমূলের এই ‘ভয়ের রাজনীতি’ সাধারণ মানুষ এবার ধরে ফেলেছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy