গণনা শেষ। মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-র ১২টি ওয়ার্ডের উপনির্বাচনের সামগ্রিক ছবি এবার পরিষ্কার। এই ভোটে বিরাট জয় পেয়েছে বিজেপি, যা দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
উপনির্বাচনে ভোট হওয়া ১২টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, আম আদমি পার্টির (AAP) দখলে থাকল ৩টি আসন। এই নির্বাচনে চমক দিয়েছে কংগ্রেসও, তারা ১টি আসন পেয়ে খাতা খুলেছে। এছাড়াও, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (AIFB)-ও পেয়েছে একটি আসন।
দিল্লির মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরে এই উপনির্বাচনটি ছিল রেখা গুপ্তার ‘লিটমাস টেস্ট’ হিসেবে পরিচিত। তাঁর ‘বিকশিত দিল্লি’ এজেন্ডা এই নির্বাচনে কেমন প্রভাব ফেলে, সেই দিকেই ছিল সকলের নজর। দিল্লি পুরসভার ১১ জন কাউন্সিলর বিধায়ক এবং একজন সাংসদ নির্বাচিত হওয়ায় মোট ১২টি কেন্দ্রে শূন্যস্থান তৈরি হয়েছিল, যে কারণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
গত ৩০ নভেম্বর MCD-র ১২টি ওয়ার্ডে মোট ৫৮০টি বুথে ভোটগ্রহণ হয়েছিল। এই ১২টি আসনের মধ্যে এর আগে ৯টিই ছিল বিজেপির দখলে এবং বাকি ৩টি ছিল আপ-এর হাতে।
ফলাফল অনুযায়ী, MCD উপনির্বাচনে বিজেপি জয়ী হয়েছে শালিমার বাগ বি, দ্বারকা, বিনোদ নগর, গ্রেটার কৈলাশ, এবং চাঁদনি চক-এর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলিতে। অন্যদিকে, আপ জয় পেয়েছে দক্ষিণ পুরী, মুন্দকা এবং নারাইনা এই তিনটি আসনে। কংগ্রেস একমাত্র সঙ্গম বিহার ওয়ার্ডে জয়লাভ করেছে এবং AIFB চাঁদনী মহল ওয়ার্ডটি নিজেদের দখলে নিয়েছে।
উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। শান্তি বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছিল ১৮০০ দিল্লি পুলিশ এবং ১০ কোম্পানি আধাসামরিক বাহিনী।