রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার রায় নিয়ে উৎকণ্ঠা এখন চরমে। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মেলেনি চূড়ান্ত রায়। ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল, অথচ শীর্ষ আদালতের ‘কজলিস্ট’-এ এখনও ব্রাত্য এই মেগা মামলা। ফলে সরকারি কর্মীদের মনে প্রশ্ন— ২০২৫ শেষ হওয়ার আগে কি আদতেও সুখবর আসবে?
সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার অনুযায়ী, ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি চলবে। তার আগে এই সপ্তাহের মধ্যে রায় না বেরোলে চলতি বছর আর কোনও সম্ভাবনা নেই। ৫ জানুয়ারি আদালত পুনরায় খোলার পরেই হয়তো জানা যাবে কয়েক লক্ষ কর্মীর ভাগ্য। বর্তমানে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে রায়টি ‘Heard and Reserved’ অর্থাৎ সংরক্ষিত অবস্থায় রয়েছে।
রাজ্য সরকার বারবার আর্থিক সঙ্কটের দোহাই দিলেও কর্মীদের দাবি, ডিএ তাঁদের আইনি অধিকার। একদিকে বাড়ছে বকেয়া ডিএ-র পাহাড়, অন্যদিকে আদালতের দীর্ঘসূত্রতা— সব মিলিয়ে প্রবল চাপে সরকারি কর্মীরা। এখন নজর আগামী কয়েক দিনের কার্যতালিকার দিকে। বছরের শেষে কি কোনও মিরাকল ঘটবে, নাকি জানুয়ারির কনকনে ঠান্ডাতেও রায়ের অপেক্ষায় দিন কাটবে কর্মীদের?