BLO-দের ক্ষোভ প্রশমনে নড়েচড়ে বসল CEO অফিস; দুটি মূল দাবি দ্রুত পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে

রাজ্যে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার শুরুতেই বড়সড় ধাক্কা। শনিবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ শিবিরে রীতিমতো মঞ্চে উঠে বিক্ষোভ দেখালেন বুথ-লেভেল অফিসাররা (BLO)। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে।

বিক্ষোভের মূল কারণ:
বিএলও হিসেবে কাজ করার জন্য মূলত স্কুল শিক্ষকদেরই বেছেছে নির্বাচন কমিশন। বিক্ষোভকারী বিএলও-দের মূল অভিযোগ ও প্রশ্ন দুটি:

সময় নিয়ে আপত্তি: কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলের শিক্ষকতার কাজ শেষ করার পর বাড়ি ফিরে বিএলও হিসেবে তাঁদের দায়িত্ব পালন করতে হবে।

বিএলও-দের পাল্টা প্রশ্ন: অনেক শিক্ষকেরই স্কুল বাড়ি থেকে অনেক দূরে। সেখান থেকে ফিরতেও সন্ধে হয়ে যায়। সেক্ষেত্রে সন্ধের পর তাঁরা কীভাবে বিএলও হিসেবে কাজ করবেন? তাঁদের দাবি, বিএলও হিসেবে কাজ করার সময় তাঁরা শিক্ষকতার দায়িত্ব পালন করতে পারবেন না।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সন্ধের পর বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে গেলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?

বিএলও-দের অভিযোগ, প্রশিক্ষণ শিবিরে এই প্রশ্নগুলি তোলা হলেও নির্বাচন কমিশনের আধিকারিকরা সদুত্তর দেননি। এর পরই তাঁরা নজরুল মঞ্চের মূল মঞ্চে উঠে কমিশনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন।

পুলিশি হস্তক্ষেপ ও CEO-এর পদক্ষেপ:
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। তাঁদের আশ্বস্ত করা হয় যে, প্রশিক্ষণের দ্বিতীয় ভাগে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এ দিকে, বিএলও-দের এই বিক্ষোভের খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরেও পৌঁছেছে। বিএলও-দের ক্ষোভ প্রশমনে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে:

তাঁদের দুটি মূল দাবি (কাজের সময় এবং নিরাপত্তা) দ্রুত জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হচ্ছে।

যদিও কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, বিএলও-রা SIR-এর কাজ করার সময় শুধুমাত্র সেই কাজটাই করবেন, তবে এই তথ্য কোনও নির্দেশিকায় উল্লেখ করা হয়নি। এই ইস্যুটিও জাতীয় কমিশনকে জানাবে রাজ্যের CEO-এর দফতর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy