$136$ কোটির ‘উড়ন্ত প্রাসাদ’ নিয়ে ভারতে মেসি! কী আছে বিলাসবহুল গাল্ফস্ট্রিম $V$ জেটে? অবাক করবে বিশেষত্ব!

কলকাতায় নজিরবিহীন বিশৃঙ্খলার পর নির্ধারিত সূচি অনুযায়ী চলছে ফুটবল মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর। রবিবার, সফরের দ্বিতীয় দিন লিয়োনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে মুম্বইয়ে ব্যস্ত দিন কাটাবেন।

$136$ কোটির ব্যক্তিগত জেট:

মেসি তাঁর ব্যক্তিগত প্রাইভেট জেট গাল্ফস্ট্রিম ভি (Gulfstream V)-এ ভারতে এসেছেন। আনুমানিক ১৩৬ কোটি টাকা মূল্যের এই বিমানটি বিশ্বের অন্যতম বিলাসবহুল লং রেঞ্জ বিজনেস জেট। এটি নন-স্টপ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়তে পারে এবং এয়ার ট্রাফিক এড়াতে হাই অল্টিটিউডে চলতে পারে। এই বিলাসবহুল জেটে মোট ১৪টি সিট রয়েছে, যা প্রয়োজনে ৭টি বিছানায় পরিবর্তিত করা যায়।

মুম্বইয়ে রবিবার মেসির ঠাসা সূচি:

রবিবার, ১৪ ডিসেম্বর, মুম্বইয়ে মেসির প্রধান কর্মসূচিগুলি নিম্নরূপ:

সময় (আনুমানিক) স্থান কর্মসূচি বিশেষ আকর্ষণ
দুপুর ৩.৩০টে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI) CCI পরিদর্শন ও ‘প্যাডেল কাপ’-এ অংশ গ্রহণ। সচিন তেন্ডুলকরশাহরুখ খান-এর সঙ্গে প্যাডেল খেলা হতে পারে।
বিকাল ৫টা ওয়াংখেড়ে স্টেডিয়াম সংবর্ধনা অনুষ্ঠান ও খ্যাতনামী ফুটবল ম্যাচ। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী উপস্থিত থাকতে পারেন।
সন্ধ্যা ৭টা (ম্যাচের পর) ওয়াংখেড়ে স্টেডিয়াম পেনাল্টি শুট ও পুরস্কার বিতরণী। মেসি, সুয়ারেজ ও ডি’পল পেনাল্টি শুটে অংশ নিতে পারেন।
এরপর (৩০ মিনিট) ওয়াংখেড়ে স্টেডিয়াম ‘প্রজেক্ট মহাদেব’ কোচিং ক্লিনিক। $60$ জন খুদে ছেলেমেয়েকে ফুটবল প্রশিক্ষণ দেবেন মেসি।

ওয়াংখেড়ের অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষ টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। টিকিটের দাম ৮,৮৫০ টাকা থেকে ১৪,৭৫০ টাকা ধার্য করা হয়েছে। দুপুর ২টোর মধ্যে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

কড়া নিরাপত্তা ব্যবস্থা

কলকাতার বিশৃঙ্খলার কথা মাথায় রেখে মুম্বই পুলিশ মেসির অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া কাউকে মেসির ধারে কাছেও যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

আগামীকাল দিল্লি সফর

কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইয়ের পর সোমবার দিল্লিতে শেষ হবে মেসির ট্যুর। সেখানে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, সচিন তেন্ডুলকর এবং বলিউডের সেলিব্রেটিদের সঙ্গে দেখা করবেন। এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মেসির সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও সরকারি কোনো কনফার্মেশন এখনো মেলেনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy