বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের ঐতিহ্যবাহী বড় কালী মায়ের নিরঞ্জন সম্পন্ন হল এক প্রাচীন রীতি মেনে। প্রায় ৩০০ বছরের পুরোনো প্রথা অনুযায়ী, দীপাবলি অমাবস্যার ঠিক পরের অমাবস্যা পেরিয়ে—অর্থাৎ পুজোর প্রায় ৪৮ দিন পর—আজ স্থানীয় রঘুনাথ সায়রে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিষ্ণুপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বড় কালীতলায় বিগত তিন শতক ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। অন্যান্য জায়গায় সাধারণত কালীপুজোর পরই প্রতিমা নিরঞ্জন হলেও, এই মন্দিরের নিজস্ব প্রাচীন রীতিই তাকে বিশেষ পরিচিতি দিয়েছে। এই বিরল প্রথা অনুযায়ী, মায়ের নিরঞ্জন শোভাযাত্রায় নামে মানুষের ঢল। এই আনন্দ উৎসবে নাচে-গানে, হাজারো ভক্তের উপস্থিতিতে বড় কালী মায়ের প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে সমাপ্ত হল এই বছরের পূজা পর্ব।