দীর্ঘ ৩১ বছরের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। চোখের জল আর পরম শ্রদ্ধার আবহে শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বাঘাডাবর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র কর। নিষ্ঠা, সততা এবং ছাত্রছাত্রীদের প্রতি গভীর মমত্বের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা স্কুলটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
গোপাল বাবুর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। প্রিয় শিক্ষককে শেষবারের মতো শুভেচ্ছা জানাতে ভিড় করেছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, সহকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত সমাজসেবী সাদ্দাম হোসেন আনসারী বলেন, “গোপালবাবু আমাদের কাছে শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক। তাঁর অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়।”
৩১ বছর ধরে এই বিদ্যালয়ের প্রতিটি ইটের সঙ্গে গড়ে উঠেছিল তাঁর গভীর সম্পর্ক। বিদায়বেলায় গোপাল বাবু নিজেও অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার উজ্জ্বল কুমার মণ্ডলের হাতে তুলে দেন। উজ্জ্বল বাবু বলেন, “স্যারকে বিদায় জানানোর মানসিক শক্তি আমাদের নেই, তবে সরকারি নিয়ম তো মেনে চলতেই হবে।” বিদায়বেলায় একরাশ স্মৃতি আর আশীর্বাদ নিয়ে স্কুল ছাড়লেন ‘গোপাল স্যার’, কিন্তু ছাত্রছাত্রীদের মনে তাঁর আসন থেকে গেল চিরস্থায়ী।