২০২৭ ভোটের আগে ‘কৌশলগত পুনর্গঠন’! গুজরাট মন্ত্রিসভা থেকে সব মন্ত্রী আউট, নতুন দলে কারা এলেন, কী বলছে বিজেপি শিবির?

গুজরাট রাজনীতিতে ফের বড় রদবদল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে শুক্রবার রাজ্যের নতুন মন্ত্রিসভার ঘোষণা করল বিজেপি সরকার। মোট ২৬ জন নতুন মন্ত্রীকে নিয়ে গঠিত হয়েছে এই নতুন দল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিবাবা জাডেজা (Rivaba Jadeja)। রাজনীতিতে তাঁর এই দ্রুত উত্থান এখন গুজরাটের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাদে গুজরাট সরকারের সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেন। বিজেপি শিবিরের শীর্ষ নেতৃত্ব জানান, আসন্ন স্থানীয় নির্বাচন এবং ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে এই “কৌশলগত পুনর্গঠন” করা হয়েছে।

নতুন মন্ত্রিসভার আকর্ষণ: রিবাবা জাডেজা
২০২২ সালে জামনগর উত্তর আসন থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন রিবাবা জাডেজা। তখন থেকেই তাঁর রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে আগ্রহ ছিল সর্বত্র। এদিন মন্ত্রিসভায় জায়গা পাওয়ায় তিনি বলেন, “গুজরাটের উন্নয়নই আমার লক্ষ্য। প্রধানমন্ত্রীর ভিশন পূরণের জন্য আমি নিষ্ঠাভরে কাজ করব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রিবাবা জাডেজার মতো তরুণ ও পরিচিত মুখকে মন্ত্রী করা হয়েছে মূলত নারী ভোটার এবং শহরাঞ্চলের যুব ভোটারদের দলের দিকে টানার উদ্দেশ্যে। মোদী-অমিত শাহের রাজ্যে রিবাবার এই রাজনৈতিক উত্থান বিজেপির “নারী নেতৃত্ব” প্রচারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

তরুণ ও প্রবীণ মুখদের নিয়ে ভারসাম্য
নতুন মন্ত্রিসভার তালিকায় রিবাবা জাডেজা ছাড়াও রয়েছেন স্বরূপজি ঠাকোর, প্রবীণকুমার মালি, রুশিকেশ প্যাটেল, দর্শনা ভাগেলা, কুন্বরজি বাভালিয়া, জিতেন্দ্র ভাগানি, হর্ষ সাংভি, কানুভাই দেশাই প্রমুখ।

এছাড়াও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন প্রবীণ নেতা অর্জুন মোধভাডিয়া, যিনি একসময় কংগ্রেসের মুখ ছিলেন কিন্তু পরে বিজেপিতে যোগ দেন। বিশ্লেষকদের মতে, ভূপেন্দ্র প্যাটেল ২০২৭-এর ভোটের আগে সংগঠনকে আরও তরুণ, আধুনিক ও প্রান্তিক সম্প্রদায়বান্ধব করতে চাইছেন। একইসঙ্গে দলের পুরনো মুখগুলোকেও জায়গা দিয়ে ভারসাম্য বজায় রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল আচার্য দেবব্রত-এর সঙ্গে দেখা করে নতুন মন্ত্রীদের তালিকা জমা দেন। শুক্রবার দুপুর নাগাদ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। গুজরাটের এই রাজনৈতিক রদবদল নিঃসন্দেহে জাতীয় স্তরেও প্রভাব ফেলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy