২০২৬-এ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কি শুভেন্দু? শমীক ভট্টাচার্যের মন্তব্যে তুঙ্গে জল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারীকে ঘিরেই কি আবর্তিত হবে বিজেপির রণকৌশল? বুধবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের একটি মন্তব্য এই প্রশ্নকে উসকে দিয়েছে। শুভেন্দুকে পাশে বসিয়েই শমীক জানান, আগামী বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, জুন মাসের মধ্যেই রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

সরাসরি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা না করলেও শমীক ভট্টাচার্য জানান, শুভেন্দু অধিকারী দিন-রাত পুলিশের সঙ্গে লড়াই করছেন এবং আগামী মন্ত্রিসভায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদিও বিজেপি ব্যক্তি-কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে না বলে তিনি দাবি করেন, তবে শুভেন্দুর ‘পারফরম্যান্স’ এবং পুলিশের সঙ্গে তাঁর ‘বোঝাপড়া’ নিয়ে শমীকের মন্তব্য শুভেন্দুকে দৌড়ে অনেকটা এগিয়ে রাখল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy