“২০২৬-এর পর বাংলাও হবে বাংলাদেশ!” অমিত মালব্যের পোস্ট ঘিরে রণক্ষেত্র রাজনীতি, সোজা থানায় ছুটল তৃণমূল

ওপার বাংলার অস্থিরতা নিয়ে এপারেও চড়ছে রাজনীতির পারদ। বাংলাদেশের সাম্প্রতিক হিংসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, ২০২৬-এর পর তৃণমূল সরকার না সরলে পশ্চিমবঙ্গও বাংলাদেশের মতো পরিস্থিতির সম্মুখীন হবে। মালব্যের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিজেপি নেতার এই “উস্কানিমূলক” পোস্টের প্রতিবাদে আইনি পথে হাঁটল শাসকদল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানায় অমিত মালব্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের দাবি, বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তিকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দিয়ে মালব্য ভারতের সার্বভৌমত্ব ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছেন। তন্ময় ঘোষ সাফ জানান, বিদেশ নীতির প্রশ্নে দল সর্বদা কেন্দ্রের পাশে থাকলেও, বাংলাকে নিয়ে এই ধরণের কুরুচিকর উস্কানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে দুই শিবিরের এই সংঘাত রাজ্য রাজনীতিতে নতুন মোড় নিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy