দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালের আদমশুমারির (Census 2027) দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই ঐতিহাসিক প্রক্রিয়ার প্রথম ধাপ— ‘হাউসিং এনলিস্টিং’ বা আবাসন তালিকাকরণ। কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বাড়ি, আবাসনের কাঠামো ও ব্যবহারের তথ্য সংগ্রহ করা হবে। স্বাধীনতার পর এটি অষ্টম এবং সামগ্রিকভাবে ভারতের ষোড়শ আদমশুমারি। তবে এবারের বিশেষত্ব হলো, ভারতের ইতিহাসে এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে।
২০২৭ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে ভোটের প্রস্তুতি এবং অন্যদিকে বিশাল এই আদমশুমারির কর্মযজ্ঞ— প্রশাসনের ওপর চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে রাজ্যগুলোর সুবিধার্থে কিছুটা নমনীয়তা রেখেছে কেন্দ্র। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সুবিধাজনক যেকোনো ৩০ দিন সময় রাজ্যগুলো বেছে নিতে পারবে। ফলে ভোটের পর কাজ শেষ করার সুযোগ থাকছে। গণনার আগে সাধারণ মানুষকে ১৫ দিনের সময় দেওয়া হবে যাতে তাঁরা অনলাইনে তথ্য জমা দিতে পারেন। এসআইআর-এর আবহে এই নয়া কর্মসূচি নিয়ে এখন দেশজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে।