১৪ ফুটের প্রতিমা, বাজেট ৬ লাখ! পুরুলিয়ার ‘বিগ বাজেট’ জগদ্ধাত্রী পুজোয় তাক লাগাচ্ছে আদ্রার প্রগতি ক্লাব

পুরুলিয়া জেলার বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোমণ্ডপগুলির মধ্যে অন্যতম হলো রেলশহর আদ্রার প্রগতি ক্লাব। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এই পুজো তার ঐতিহ্য বহন করে চলেছে। এবছর ক্লাবটি ৪২তম বর্ষে পদার্পণ করছে। বরাবরের মতো এবারও তাদের পুজো স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

প্রতিমা ও মণ্ডপে সাবেকিয়ানার ছোঁয়া

প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হলো প্রায় ১৪ ফুট উচ্চতার মহামায়া জগদ্ধাত্রী প্রতিমা। অসাধারণ শৈল্পিক নিপুণতায় এই প্রতিমা তৈরি করা হচ্ছে। একইসঙ্গে, ঐতিহ্যবাহী সাবেকিয়ানা মণ্ডপ নির্মাণের কাজও চলছে জোরকদমে। প্রতিটি খুঁটিনাটি সাজানো হচ্ছে গভীর যত্ন ও নান্দনিকতার ছোঁয়ায়। এই বিশাল আয়োজনের কারণে প্রগতি ক্লাব পুরুলিয়া জেলার অন্যতম বৃহৎ জগদ্ধাত্রী পুজো হিসেবে নিজের নাম উজ্জ্বল করে রেখেছে।

এবারের পুজোর মোট বাজেট প্রায় ৬ লক্ষ টাকা, যা এই অঞ্চলের একটি বিগ বাজেট পুজো হিসেবে পরিচিত।

বিশেষ আকর্ষণ নিরঞ্জনের শোভাযাত্রা

পুজোর আরেক বিশেষ আকর্ষণ হলো প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। নজরকাড়া বর্ণাঢ্য আলোকসজ্জা, ঢাকের তালে তালে উচ্ছ্বাসে ভরপুর এই শোভাযাত্রা দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমান আদ্রা শহরে।

জানা যায়, এই নিরঞ্জনের শোভাযাত্রাকে আরও জমজমাট করে তুলতে নবদ্বীপ থেকে বিশেষ দল নিয়ে আসা হয়। তাদের অংশগ্রহণে এই শোভাযাত্রা এক অন্য মাত্রা পায়, যা শুধুমাত্র পুরুলিয়াতেই নয়, আশপাশের জেলাতেও বিশেষ পরিচিতি লাভ করেছে।

পুজোর দিনগুলিতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাবেকিয়ানার আবহে প্রগতি ক্লাব প্রাঙ্গণ পরিণত হয় এক উৎসবমুখর মিলনক্ষেত্রে। এখানে ঐতিহ্য, শিল্প আর আনন্দের মেলবন্ধনে দেবী মহামায়ার মহিমা জেগে ওঠে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy