১০ বছর পর খুললেন মুখ, Arijit Singh-এর সঙ্গে ‘বিবাদ’ নিয়ে Bigg Boss-এর মঞ্চে Salman Khan, বললেন—’ভুলটা আমারই ছিল’।

নয়াদিল্লি: বলিউড সুপারস্টার সালমান খান অবশেষে গায়ক আরিজিত সিং-এর সঙ্গে দীর্ঘদিনের আলোচিত ‘ভুল বোঝাবুঝি’ নিয়ে মুখ খুললেন। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ (Weekend Ka Vaar) পর্বে ‘সিকান্দার’ অভিনেতা স্বীকার করেছেন যে, তাঁরা দু’জন খুব ভালো বন্ধু এবং তাঁদের মধ্যে কখনওই কোনও শত্রুতা ছিল না।

সালমান খান স্পষ্ট করে দেন যে, ভুল বোঝাবুঝিটি আরিজিতের পক্ষ থেকে নয়, বরং তাঁর নিজের দিক থেকেই হয়েছিল

কমedian রবি গুপ্তের সঙ্গে কথা বলার সময় সালমান খান বলেন, “আরিজিত আর আমি খুব ভালো বন্ধু। ওটা ভুল বোঝাবুঝি ছিল আর সেই ভুল বোঝাবুঝি আমার দিক থেকে হয়েছিল। তার পরেও ও আমার জন্য গান করেছে।” তিনি আরও যোগ করেন, “ও ‘টাইগার ৩’-তে গান করেছে, আর এখন ‘গলওয়ান’ (ব্যাটল অফ গলওয়ান) ছবিতেও করছে।”

সালমান-আরিজিতের মধ্যে কী ঘটেছিল?

এই ঘটনার সূত্রপাত হয় ২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। ‘তুম হি হো’ গানের মাধ্যমে জনপ্রিয় হওয়ার পর আরিজিত সিং পুরস্কার নিতে মঞ্চে আসেন। তিনি হোস্টদের, যার মধ্যে সালমান খানও ছিলেন, নৈমিত্তিক পোশাকে এবং একের পর এক পারফরম্যান্সের কারণে ক্লান্ত অবস্থায় অভিবাদন জানান।

তাৎক্ষণিক মজার জন্য পরিচিত সালমান খান রসিকতা করে তাঁকে জিজ্ঞাসা করেন, “সো গয়ে থে?” (ঘুমিয়ে পড়েছিলে?)। আরিজিত হেসে উত্তর দেন, “আপ লোগো নে সুলা দিয়া ইয়ার” (আপনারা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন)। দর্শকরা হেসে উঠলেও, সালমান দৃশ্যত এই মন্তব্যটি পছন্দ করেননি এবং এটিকে নিজের প্রতি একটি অনিচ্ছাকৃত অপমান হিসেবে ধরে নেন।

এই ঘটনার পর গুজব ছড়ায় যে, সালমান তাঁর ছবি ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘সুলতান’ সহ অন্যান্য সিনেমা থেকে আরিজিতের গানের কভার সরিয়ে দিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে পরিচিত ছিল ‘সুলতান’-এর গান “জগ ঘুমেয়া”, যেটি পরে আরিজিতের বদলে রাহাত ফতেহ আলি খান গেয়েছিলেন।

২০১৬ সালে বিষয়টি না থামায়, আরিজিত সিং সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ্যে সালমান খানের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। আরিজিত সালমানের কাছে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান এবং উল্লেখ করেন যে, তাঁর উদ্দেশ্য কখনোই অসম্মান করা ছিল না, বরং ভুল সময়ের এবং ভুল বোঝাবুঝির রসিকতার কারণে এই সব হয়েছে। এরপর থেকে কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy