১০ ফুট ছেঁচড়ে নিয়ে গেল মদ্যপ লরি চালক! মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু, কান্নায় ভাঙল পরিবার

টিউশন সেরে হাসি মুখে বাড়ি ফিরছিল ৮ বছরের শিশুটি। কিন্তু কে জানত, যমদূত হয়ে আসা একটি ঘাতক লরি ওত পেতে ছিল রাস্তার মোড়ে। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার সালারে কান্দি-সালার রাজ্য সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো আলিসা কাজি নামে এক স্কুলছাত্রীর।

মৃত শিশুটির বাড়ি সালারের কান্দুরি গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কান্দুরির দুলুকপাড়া এলাকায় টিউশন থেকে বাড়ি ফিরছিল আলিসা। সেই সময় একটি পণ্যবোঝাই লরি এসে তাকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কা মারার পর লরিটি না থেমে শিশুটিকে চাকার তলায় পিষ্ট অবস্থায় প্রায় ১০ ফুট দূরে টেনে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সালার ব্লক গ্রামীণ হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু পথেই নিভে যায় খুদে প্রাণের স্পন্দন।

এই ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক লরিটিকে ঘিরে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার সময় পথচারীরা লরিটিকে বারবার থামানোর চেষ্টা করলেও চালক কর্ণপাত করেনি। ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একরত্তি মেয়ের এই অকাল মৃত্যুতে কান্দুরি গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। অভিযুক্ত চালকের কঠোর শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy