১০ জেলার জেলাশাসক বদলি, SIR শুরুর আগে ভোটের প্রস্তুতি মাথায় রেখে নবান্নের বড়সড় রদবদল

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরুর আগেই রাজ্য সরকার এক বড়সড় প্রশাসনিক রদবদল ঘোষণা করল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী SIR শুরু হওয়ার পর জেলাশাসকদের বদলি করা যায় না, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সোমবার এক নির্দেশিকায় রাজ্যের দশটি জেলার জেলাশাসককে বদলি করা হয়েছে।নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই রদবদল মূলত ভোটের প্রস্তুতি মাথায় রেখেই করা হয়েছে, যাতে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ জেলাগুলিতে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও কার্যকারিতা নিশ্চিত রাখা যায়।বদলি হওয়া জেলাশাসকদের তালিকাসোমবারের নির্দেশিকায় যে ১০টি জেলার জেলাশাসকের রদবদল হয়েছে, তা নিম্নরূপ:জেলাবদলি হওয়া DM (নতুন দায়িত্ব)নতুন DM (পূর্বতন দায়িত্ব)উত্তর ২৪ পরগনাশরৎকুমার দ্বিবেদী (স্বাস্থ্য দপ্তরের সচিব)শশাঙ্ক শেট্টিদক্ষিণ ২৪ পরগনাসুমিত গুপ্তাঅরবিন্দ কুমার মিনা (প্রাক্তন কোচবিহার DM)কোচবিহারঅরবিন্দ কুমার মিনা (দক্ষিণ ২৪ পরগনায় বদলি)এখনও ঘোষণা হয়নি (পদ শূন্য)মুর্শিদাবাদরাজশ্রী মিত্রনীতিন সিংহানিয়া (প্রাক্তন মালদা DM)মালদানীতিন সিংহানিয়া (মুর্শিদাবাদে বদলি)প্রীতি গোয়েল (প্রাক্তন দার্জিলিং DM)পুরুলিয়ারজত নন্দাকনঠাম সুধীর (হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সিইও)দার্জিলিংপ্রীতি গোয়েল (মালদায় বদলি)এখনও ঘোষণা হয়নি (পদ শূন্য)বীরভূমবিধানচন্দ্র রায়ধবল জৈন (কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার)পূর্ব মেদিনীপুরপূর্ণেন্দু কুমার মাঝিইউনিস রিসিন ইসমাইলঝাড়গ্রামসুনীল আগারওয়ালআকাঙ্ক্ষা ভাস্কর (উত্তর ২৪ পরগনার বসিরহাটের ADM)প্রশাসনিক বিশ্লেষণপ্রশাসনিক মহলে এই রদবদল নিয়ে জোর গুঞ্জন শুরু হলেও, নবান্নের পক্ষ থেকে এটি নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলার পদক্ষেপ বলে দাবি করা হয়েছে।সময়সীমা: নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত অফিসাররা তিন বছরের বেশি সময় ধরে একই পদে আছেন, তাঁদের নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। SIR (Special Intensive Revision) শুরু হওয়ার পর জেলাশাসকদের বদল নিষিদ্ধ। তাই সেই সময়সীমা শুরু হওয়ার আগেই এই বদলি কার্যকর করা হয়েছে।গুরুত্বপূর্ণ জেলা: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জেলাগুলিতে নতুন জেলাশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচনের আগে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy