১০০ দিনের কাজ থেকে বাদ গান্ধিজির নাম! শিল্প সম্মেলনের মঞ্চে কেন্দ্রকে তুলোধোনা মমতার

১০০ দিনের কাজের প্রকল্প বা মনরেগা (MGNREGA) থেকে মহাত্মা গান্ধির নাম বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’-এর মঞ্চ থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে তিনি একে “অত্যন্ত লজ্জাজনক” বলে অভিহিত করেছেন।

মুখ্যমন্ত্রীর তোপ: মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্র শুধুমাত্র রাজ্যের টাকা আটকে রাখেনি, এখন জাতির জনকের নামও মুছে ফেলতে চাইছে। তাঁর কথায়, “কেন্দ্র সম্মান না দিলেও বাংলা জানে কীভাবে মনীষীদের শ্রদ্ধা জানাতে হয়।” বঞ্চনার জবাবে রাজ্য সরকার নিজস্ব ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে এবং এই প্রকল্প গান্ধিজির নামেই করার ঘোষণা দিয়েছেন তিনি।

শিল্প ও উন্নয়নের খতিয়ান: বঞ্চনার অভিযোগের পাশাপাশি রাজ্যের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান:

  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) বাংলা দেশে প্রথম সারিতে।

  • ২৩টি জেলা সদরে শপিং মল তৈরির জন্য ১ একর জমি বিনামূল্যে দেবে সরকার।

  • বাংলা সিনেমার প্রসারে চালু হচ্ছে ‘মিনি সিনেমা পলিসি’।

  • হিডকোতে তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’, যার শিলান্যাস ২৯ তারিখ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy