বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের ওপর চলা অমানবিক নির্যাতনের আঁচ এবার এসে পড়ল পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে। মিথ্যা অভিযোগে দীপুর ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তা নিয়ে এখন তোলপাড় আন্তর্জাতিক মহল। শনিবার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মোদীর সভা থেকে কড়া বার্তা: শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, বাংলাদেশে হিন্দু হওয়ার অপরাধে দীপু দাসের ওপর মিথ্যা কলঙ্ক লেপে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শুভেন্দু স্পষ্ট জানান, ওপার বাংলায় হিন্দুদের ওপর চলা এই লাগাতার আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিশ্বজুড়ে নিন্দার ঝড়: দীপু চন্দ্র দাসের ওপর হওয়া অত্যাচারের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শিউরে উঠছে বিশ্ববাসী। শুভেন্দু অধিকারীর এই প্রতিবাদ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।