“হিন্দু যুবককে জ্যান্ত পোড়ানো থেকে হাইকমিশনে হামলা—সবই পরিকল্পিত ষড়যন্ত্র!” বিস্ফোরক মির্জা ফখরুল

বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে চলমান নজিরবিহীন হিংসা ও বিশৃঙ্খলা নিয়ে এবার মুখ খুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তার নেপথ্যে এক ‘চিহ্নিত মহলের’ গভীর ষড়যন্ত্র দেখছেন তিনি। ফখরুলের দাবি, আগামী ২২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করে দেশজুড়ে পুনরায় ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতেই এই নৈরাজ্য ছড়ানো হচ্ছে।

শুক্রবার জরুরি বৈঠক শেষে বিএনপি মহাসচিব প্রতিটি নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে ও গাছে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনাকে তিনি ‘ঘৃণ্য ও ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেন। এছাড়াও ভারতীয় হাইকমিশনে হামলা, সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর এবং সম্পাদক নুরুল কবীরের ওপর হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, “সরকারের নাকের ডগায় এসব ঘটলেও তাদের ভূমিকা সন্তোষজনক নয়।” দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy