বাংলাদেশের অস্থির পরিস্থিতি এবার চরম আকার ধারণ করেছে। একদিকে ওপার বাংলায় হিন্দুদের দেশ ছাড়ার নিদান দেওয়া হচ্ছে, অন্যদিকে প্রাণভয়ে বা অন্য উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। বুধবার ভোরে মালদহ জেলার হবিবপুর ব্লকের মালুমভিটা সীমান্ত এলাকা থেকে মোহাম্মদ সুমন (২৭) নামে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক বাংলাদেশের নওগাঁর বাসিন্দা। মাত্র একদিন আগেই একই এলাকা থেকে আরও এক বাংলাদেশি ধরা পড়ায় সীমান্ত জুড়ে চরম উদ্বেগ ছড়িয়েছে।
ওদিকে, বাংলাদেশের কুষ্টিয়ায় এক ধর্মীয় সম্মেলনে জামায়াতে ইসলামি নেতা আমির হাফজ সরাসরি হিন্দুদের হুমকি দিয়ে বলেছেন, “প্রাণে বাঁচতে চাইলে হিন্দুরা ভারত চলে যাও। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা এখন কট্টর ইসলামি দেশ।” তিনি সাফ জানান, হিন্দুদের সামনে দুটি পথ—হয় ইসলাম গ্রহণ করো, নয়তো দেশ ছাড়ো। ময়মনসিংহে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনার পর এই ঘৃণাভাষণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ইউনূস সরকার এই উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় হিন্দুদের মধ্যে আতঙ্ক এখন তুঙ্গে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে সে দেশে হিন্দু নিধনের ডাক দিয়ে রাজপথে নেমেছে কট্টরপন্থীরা।