চরমপন্থী হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় পরিস্থিতির অবনতি অব্যাহত। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সুপরিকল্পিত হামলা ও নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ, বেছে বেছে হিন্দু পরিবারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যার নেপথ্যে রয়েছে উগ্রপন্থী গোষ্ঠীগুলির মদত। এই উত্তাল পরিস্থিতির মাঝে বাংলাদেশের পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই সেদেশে ক্রমবর্ধমান ‘ভারত-বিদ্বেষ’ নিয়ে সরব হয়েছে ভারতের মুসলিম সমাজ।
ভারতীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের স্পষ্ট বার্তা, “নবী প্রেমের দোহাই দিয়ে নিরপরাধ হিন্দুদের খুন করা ইসলাম সমর্থন করে না।” ভারতের বহু মুসলিম নেতার দাবি, বাংলাদেশে যেভাবে ভারত-বিদ্বেষী মনোভাব উসকে দেওয়া হচ্ছে, তার ফল হবে ভয়াবহ। তাঁদের হুঁশিয়ারি, “ভারতকে চোখ রাঙানোর দুঃসাহস দেখালে অচিরেই ধ্বংস হবে বাংলাদেশ।”
একইসঙ্গে, বাংলাদেশে হিন্দু নিধন রুখতে ভারত সরকারকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য জোরালো দাবি তোলা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নয়া দিল্লি কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রদায়িক অস্থিরতা বজায় রেখে বাংলাদেশ আসলে নিজের বিপদ নিজেই ডেকে আনছে।