‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট। ১ নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের বাদেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল নির্মাণ ঘিরে গ্রামবাসীদের ক্ষোভ চরমে পৌঁছেছে। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে স্কুলের সীমানা প্রাচীর, যা তৈরি হতে না হতেই ভেঙে পড়ছে।
ঘটনার মূল নির্যাস:
-
ভঙ্গুর নির্মাণ: গ্রামবাসীদের দাবি, পাঁচিলের পিলারগুলো এতটাই দুর্বল যে সামান্য আঘাতেই তা ভেঙে পড়ছে। এমনকি ঢালাইয়ের মশলা হাতে দিলেই গুঁড়িয়ে যাচ্ছে। তাঁদের অভিযোগ, শিশুদের নিরাপত্তার জন্য তৈরি এই পাঁচিল যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে।
-
ঘেরাও বিক্ষোভ: বৃহস্পতিবার সকালে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক (Nirmani Sahayak) কাজ পরিদর্শনে এলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চাপের মুখে পড়ে আধিকারিক স্বীকার করে নেন যে, মিস্ত্রি ভুল করেছে। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানসম্মত কাজ না হলে তাঁরা নির্মাণ বন্ধ রাখবেন।
-
রাজনৈতিক তরজা: এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেত্রী দোলন দাস সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “সবটাই কাটমানির খেলা। কাটমানি খাওয়ার চক্করেই এভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।”
স্কুলের পাঁচিল নির্মাণে এই বেহাল দশা প্রশাসনের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।