রাজপথ কাঁপিয়ে ফের আন্দোলনে নামলেন এসএসসির (SSC) নতুন চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে ধর্মতলা— বৃহস্পতিবার দুপুরে চাকরিপ্রার্থীদের মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ল শহরের প্রধান রাস্তা। তবে এবারের প্রতিবাদের ভাষা ছিল সম্পূর্ণ ভিন্ন। হাতে চপ এবং মুড়ির থালা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভে সরব হলেন কয়েক হাজার যোগ্য প্রার্থী।
আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি নিয়োগ। পরিবর্তে তাঁদের মিলছে কেবল বঞ্চনা আর পুলিশের লাঠি। মেধার বদলে রাজ্যে এখন ‘চপ শিল্প’ই ভবিষ্যৎ কি না, সেই প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দেন বিক্ষোভকারীরা। মিছিলে অংশ নেওয়া এক চাকরিপ্রার্থী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা পড়াশোনা করে আজ রাস্তায় চপ-মুড়ি বিক্রি করছি, আর যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে সরকার।”
শহরজুড়ে এই মিছিল ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধর্মতলায় মিছিল পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিয়োগের দাবিতে সরব প্রার্থীদের কন্ঠে এদিন ছিল রাজ্য সরকারের তীব্র সমালোচনা। নির্বাচনের মুখে এই ‘চপ-মুড়ি’ আন্দোলন রাজ্যের শাসক দলকে যে অস্বস্তিতে ফেলবে, তা বলাই বাহুল্য।