পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের এক ছোট্ট মেয়ের সাফল্যে আজ গর্বিত গোটা রাজ্য। মনে হয় শরীরে যেন একটাও হাড় নেই, অবিশ্বাস্য নমনীয়তায় শরীরকে যে কোনো দিকে বাঁকিয়ে ফেলতে পারে সে। আর এই অসাধারণ শারীরিক দক্ষতার জোরেই দিল্লির গাজিয়াবাদে আয়োজিত ‘ওয়ার্ল্ড যোগা কাপ ২০২৫’-এ জুনিয়র বিভাগে স্বর্ণপদক ছিনিয়ে নিল সনম খাতুন।
চিন, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, নেপাল, গ্রেট ব্রিটেন এবং পর্তুগালের মতো শক্তিশালী দেশের প্রায় সাড়ে তিনশো প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে সনম। প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং মা-বাবার সহযোগিতায় আজ সে আন্তর্জাতিক মানের যোগাসন ও শারীরিক স্থিতির পরীক্ষায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। একই প্রতিযোগিতায় নিলাসা দাস রৌপ্য এবং সৃজা দাস ব্রোঞ্জ পদক জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। সাব-জুনিয়র বিভাগে সাকসিনী মাইতিও জিতেছেন রুপো। পিংলার এই কৃতী কন্যার বিশ্বজয়ের খবরে খুশির হাওয়া জেলাজুড়ে।