ভেজাল কাফ সিরাপ নিয়ে এবার তোলপাড় উত্তরপ্রদেশ। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে উত্তপ্ত যোগীরাজ্যের রাজনীতি। প্রায় ৩.৫ লক্ষ বোতল ‘কোডিন বেসড’ (Codeine-based) কাফ সিরাপ বাজেয়াপ্ত হওয়ার পর এই চক্রের জাল নেপাল ও বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩২ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। তবে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দাবি, আসল মাথাদের আড়াল করতে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকেই এই দুর্নীতির বিষবৃক্ষ ডালপালা মেলেছে।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “অন্য সময় হাইপ্রোফাইল মামলা হলে তড়িঘড়ি বুলডোজার নামে, এখন মনে হচ্ছে বুলডোজারের চালক চাবি নিয়ে পালিয়েছেন!” তদন্তে উঠে এসেছে অলোক প্রতাপ সিংহ নামে এক কনস্টেবলের নাম, যাঁর প্রাসাদোপম বাড়ি দেখে চক্ষু চড়কগাছ ইডি (ED) আধিকারিকদের। এই চক্রের মূল পান্ডা শুভম জয়সওয়াল বর্তমানে পলাতক। অখিলেশের অভিযোগ, এসআইটি (SIT) তদন্তে প্রভাব খাটানো হচ্ছে এবং আসন্ন বিধানসভা অধিবেশনে এই নিয়ে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।