হাওড়ায় ট্রেন লেটের জন্য দায়ী সাউথ ইস্টার্ন রেল! দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন পূর্ব রেলের GM

ট্রেনের গতি এবং সময়ের সমস্যা নিয়ে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) অব্যবস্থা আবারও প্রকাশ্যে এল। সম্প্রতি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য সংসদে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরই মধ্যে এবার হাওড়ায় নিত্যদিন ট্রেন দেরিতে চলার জন্য সরাসরি দক্ষিণ পূর্ব ডিভিশনের কাজের উপরে দায় চাপালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ-পূর্ব রেলের অধীনস্থ শাখাগুলিতে লাগাতার ট্রেন দেরিতে চলার অভিযোগ সামনে আসছে, যার প্রভাব পড়ছে পূর্ব ডিভিশনের অন্তর্গত হাওড়া ডিভিশনের শাখাতেও।

ক্ষোভ উগরে দিলেন পূর্ব রেলের GM: শুক্রবার আইসিসি বণিকসভা আয়োজিত রেলের এক অনুষ্ঠানে এসে মিলিন্দ দেউস্কর রীতিমতো ক্ষোভের সুরে বলেন, “দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময়ে পূর্ব রেলের জোনে ঢুকছে, তাতে লাইন দীর্ঘ সময় ধরে ব্লক হয়ে থাকছে। যার ফলে সাধারণ যাত্রীবাহী ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে বা সময়মতো চলতে পারছে না।” সব মিলিয়ে পরিষেবার গতি কমছে বলে তিনি জানান।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের এই বক্তব্য ওয়াকিবহাল মহলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে প্রমাণ হলো যে, দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের গতি নিয়ে যে প্রশ্ন উঠছে, তা এখন দিল্লির রেলবোর্ডের কর্তাদেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সমাধানের পথে হাওড়া ডিভিশন: মিলিন্দ দেউস্কর আরও বলেন, হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের জন্য কোনো নির্দিষ্ট ট্র‍্যাক (Dedicated Track) নেই। বর্তমানে লিলুয়া থেকে হাওড়ার মধ্যে সেই ডেডিকেটেড অংশ তৈরির চেষ্টা চলছে। তাঁর মতে, এই ট্র‍্যাক তৈরি হলে হয়তো নিত্যযাত্রীদের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy