মুর্শিদাবাদের বেলডাঙায় বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ‘বাবরি মসজিদ’ নির্মাণের বিরোধিতা করে দায়ের করা জনস্বার্থ মামলা ফের খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের আর্জি আইনত আদালতের এক্তিয়ারভুক্ত নয়।
আদালতের পর্যবেক্ষণ: বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু মসজিদটি একটি ব্যক্তিগত সম্পত্তির ওপর নির্মিত হচ্ছে, তাই আদালত সরাসরি এতে হস্তক্ষেপ করতে পারে না। আইনজীবীদের মতে, মামলাকারীর যদি কোনো আপত্তি থাকে, তবে তিনি জেলা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন, কিন্তু সরাসরি হাইকোর্টে এই আবেদন পদ্ধতিগতভাবে ভুল।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন যে তিনি ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে বেলডাঙায় একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই কাজ শুরুও হয়েছে। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে—এই আশঙ্কায় মামলা দায়ের হলেও আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে মামলাটি খারিজ করে দেয়। বর্তমানে এলাকায় ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।