দত্তাবাদে এক স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়। এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র জামিন খারিজই নয়, অভিযুক্ত বিডিও-কে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণের কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য, ওই খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়িয়ে পড়ার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। নিজের গ্রেপ্তার এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সোমবার উচ্চ আদালত জানিয়ে দেয়, এই মামলার গুরুত্ব বিবেচনা করে কোনওভাবেই আগাম জামিন মঞ্জুর করা সম্ভব নয়। আদালতের এই নির্দেশের ফলে ওই স্বর্ণব্যবসায়ী খুনের তদন্তে পুলিশি তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে বিডিও-র বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে প্রশাসন।