স্নিকোর ভুলে ‘জীবন’ ফিরে পেয়েই সেঞ্চুরি! অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে পালটা লড়াই অস্ট্রেলিয়ার

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই নাটকীয়তা তুঙ্গে। একদিকে ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং শুরু, অন্যদিকে প্রযুক্তির বিভ্রাটে জীবন ফিরে পেয়ে অ্যালেক্স ক্যারির অনবদ্য সেঞ্চুরি। দিনের শেষে ৮ উইকেটে ৩২৬ রান তুলে চালকের আসনে অস্ট্রেলিয়া।

স্নিকো বিতর্ক ও ক্যারির রক্ষা: দিনের সবথেকে আলোচিত ঘটনা ঘটে যখন অ্যালেক্স ক্যারি ৭২ রানে ব্যাট করছিলেন। জশ টংয়ের একটি বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিলেন তিনি। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেয় ইংল্যান্ড। কিন্তু স্নিকোমিটার অপারেটরের যান্ত্রিক গোলযোগ বা ভুলের কারণে ক্যারি বেঁচে যান। সেই জীবনদানকে কাজে লাগিয়েই ক্যারিয়ারের স্মরণীয় ১০৬ রান করেন এই অজি কিপার-ব্যাটার। দিনের শেষে ক্যারি নিজেই স্বীকার করেছেন, “ক্রিকেটে ভাগ্যের ছোঁয়া লাগে, আমি ভাগ্যবান।”

অজি টপ অর্ডারের ধস: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু শুরুটা ছিল ভয়াবহ:

  • ট্রাভিস হেড (১০) ও জ্যাক ওয়েদারাল্ড (১৮): দুই ওপেনারই দ্রুত ফেরেন।

  • মার্নাস লাবুসেন (১৯): থিতু হয়েও বড় রান পাননি।

  • ক্যামেরুন গ্রিন (০): আইপিএলে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কেকেআরে যাওয়া এই তারকা এদিন রানের খাতাই খুলতে পারেননি।

৯৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন উসমান খোয়াজা (৮২)অ্যালেক্স ক্যারি (১০৬)। পঞ্চম উইকেটে তাঁদের লড়াই অজিদের লড়াকু স্কোরে পৌঁছে দেয়।

সিরিজ জয়ের দোরগোড়ায় অজিরা: অ্যাশেজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কামিন্স বাহিনী। অ্যাডিলেডে জিতলেই সিরিজ পকেটে চলে আসবে। দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লিয়ঁ। ইংল্যান্ডের তেড়েফুঁড়ে শুরু করা বোলারদের কপালে এখন চিন্তার ভাঁজ ফেলেছে প্রযুক্তির সেই একটি ভুল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy