সৌজন্যের বার্তা দিলেন মোদী! কিন্তু ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন মন্তব্যে কেন নীরব রইল ভারত? কূটনৈতিক মহলে তোলপাড়

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপনের মাঝেই তিনি দাবি করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে এবং সেই আলোচনায় রাশিয়া থেকে তেল কেনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

ট্রাম্পের দাবি, মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে। এই মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতি ও কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ট্রাম্পের দাবি: তেল, যুদ্ধ ও বন্ধুত্ব
ওভাল হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ‘খুব ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন:

“প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি, আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। আমার মতো উনিও চান রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ হোক। ভারত আর রাশিয়া থেকে বেশি তেল কিনবে না। রাশিয়া থেকে ভারত তেল কেনা কমাচ্ছে এবং আরও কমাবে।”

ট্রাম্প আরও দাবি করেন, এর আগেও তিনি ভারত-পাক সংঘাত থামাতে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। যদিও সেই দাবি ভারত সরকার আগেই স্পষ্ট ভাষায় অস্বীকার করেছিল।

মোদী কী বললেন?
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল কেনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে করা মন্তব্যের জবাবে একটিও কথা খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কেবল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সৌজন্যমূলক বার্তা দিয়েছেন। মোদী লিখেছেন:

“ফোন কলের জন্য ধন্যবাদ, দীপাবলির শুভেচ্ছা। আলোর উৎসবে ভারত ও আমেরিকা মিলে সারা বিশ্বে আশা জাগাক। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্ব এক হোক।”

মোদী কেবল ফোন কলের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের কথা বলেন। ট্রাম্পের ‘রাশিয়া থেকে তেল কেনা’ সংক্রান্ত দাবি পুরোপুরি এড়িয়ে গিয়েছেন তিনি।

গত সপ্তাহেও ট্রাম্প মোদীর সঙ্গে ফোনালাপের দাবি করে বলেছিলেন যে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করবে বলে মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন। তবে সেই সময় ভারতের বিদেশ মন্ত্রক এমন কোনো ফোনালাপের কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল। দীপাবলির আবহে ট্রাম্পের সুর নরম হলেও তাঁর বিতর্কিত দাবিগুলি কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy