‘সেভেন সিস্টার্স’ দখলের হুমকির পাল্টা গর্জে উঠল ত্রিপুরা! আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাস ঘেরাও তিপরা মোথার।

ভারতের উত্তর-পূর্বাঞ্চল তথা ‘সেভেন সিস্টার্স’ দখল নিয়ে বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উসকানিমূলক মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ত্রিপুরা। ওপার বাংলার এই হুমকির প্রতিবাদে শুক্রবার আগরতলায় অবস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখাল তিপরা মোথা দলের যুব শাখা ‘ত্রিপুরা ইয়ুথ ফেডারেশন’। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান তোলেন এবং এই ধরনের ভারত-বিরোধী মন্তব্যের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের দাবি জানান।

বিক্ষোভস্থলে ত্রিপুরা ইয়ুথ ফেডারেশনের প্রেসিডেন্ট সূরজ দেববর্মা কড়া ভাষায় মনে করিয়ে দেন, “ভারত এবং ভারতীয় সেনাবাহিনীর সাহায্যেই ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয়েছিল। আজ সেই দেশ থেকেই ভারতের সার্বভৌমত্বকে আঘাত করার মতো মন্তব্য আসছে, যা কোনওভাবেই সহ্য করা হবে না।” পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

শুধুমাত্র ত্রিপুরা নয়, অসমেও এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বন্ধ না হলে ভারতও চুপ করে বসে থাকবে না। সব মিলিয়ে, বাংলাদেশের নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পারদ এখন তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy