সুন্দরবনের ভয়ংকর জঙ্গল থেকে অলৌকিকভাবে ফিরে এলেন এক মহিলা মৎস্যজীবী। সোমবার কলস দ্বীপের খাঁড়িতে কাঁকড়া ধরার সময় বাঘের অতর্কিত হামলার মুখে পড়েন শঙ্করী নায়েক। সঙ্গীদের মরণপণ লড়াই ও সাহসিকতায় বাঘের মুখ থেকে কোনওক্রমে প্রাণে বেঁচে ফিরলেও তাঁর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে শঙ্করীদেবী-সহ মোট ৬ জনের একটি দল ছোট নৌকা নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে কলস দ্বীপ সংলগ্ন একটি খাঁড়িতে যখন তাঁরা কাজে ব্যস্ত ছিলেন, তখনই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে শঙ্করীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীদের চিৎকারে এবং পালটা প্রতিরোধে বাঘটি শিকার ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে তড়িঘড়ি পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শরীরের ক্ষত গভীর হওয়ায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় চিকিৎসকরা তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছেন। বনদফতরের অনুমতি নিয়ে তাঁরা জঙ্গলে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।