সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে চরম বিপাকে পড়েছিলেন মালদহের পর্যটক সুদীপ্ত দে। জেটিতেই ভুল করে ফেলে গিয়েছিলেন নগদ ৯০ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী ভর্তি একটি ব্যাগ। কিন্তু বড়দিনের প্রাক্কালে গোসাবা থানার পুলিশের তৎপরতায় সেই হারানো সম্পদ ফিরে পেলেন তিনি। পুলিশের এই মানবিক ও দ্রুত পদক্ষেপে মুগ্ধ সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা।
মালদহ থেকে সুন্দরবন ভ্রমণে এসে গত বৃহস্পতিবার পাখিরালয় সংলগ্ন জেটিতে ব্যাগটি ভুল করে ফেলে যান সুদীপ্তবাবু। ব্যাগে নগদ ৯০ হাজার টাকা ছাড়াও ছিল গুরুত্বপূর্ণ নথিপত্র। অনেক খোঁজাখুঁজি করে ব্যাগ না পেয়ে দিশেহারা হয়ে শুক্রবার বন্ধুকে সঙ্গে নিয়ে গোসাবা থানার দ্বারস্থ হন তিনি।
পুলিশের অপারেশন ও সাফল্য: ঘটনা জানতে পেরে বিন্দুমাত্র সময় নষ্ট না করে অভিযানে নামেন গোসাবা থানার ওসি ত্রিদিব মল্লিক। পাখিরালয় এলাকার সমস্ত লঞ্চ, ভুটভুটি এবং হোটেলগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়। অবশেষে সোমবার সন্ধ্যায় ব্যাগটির হদিস মেলে। ভিডিও কলের মাধ্যমে সুদীপ্তবাবুকে ব্যাগটি দেখানো হলে তিনি তা শনাক্ত করেন। মঙ্গলবার সন্ধ্যায় থানায় এসে নিজের হাতে ব্যাগের তালা খোলেন তিনি; দেখা যায় টাকা থেকে শুরু করে প্রতিটি জিনিস অক্ষত রয়েছে। পুলিশের এই অভাবনীয় তৎপরতায় আপ্লুত পর্যটক ওসি ও তাঁর টিমকে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন।