সীমান্তে হাহাকার! রাতের অন্ধকারে বাংলাদেশে ট্রাক থামিয়ে লুটপাট, আতঙ্কে কাঁপছেন ভারতীয় চালকরা

বাংলাদেশে চলমান অরাজকতা ও চরম অস্থিতিশীলতার প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল ভারত-বাংলাদেশ সীমান্তে। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে এখন শুধুই আতঙ্ক আর উদ্বেগের ছায়া। ওপার বাংলায় পণ্য নিয়ে যাওয়া ভারতীয় ট্রাক চালকদের অভিযোগ, বর্তমানে বাংলাদেশে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই। রাতের অন্ধকারে সশস্ত্র দুষ্কৃতীরা ট্রাক আটকে অবাধে লুটপাট চালাচ্ছে। চালকদের প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়েছে চরম পর্যায়ে।

রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে লুটেরা: ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাতায়াতকারী ট্রাক চালকরা জানিয়েছেন, দিনের বেলা কোনোমতে যাতায়াত করা গেলেও সূর্য ডুবলেই পরিস্থিতি বদলে যাচ্ছে। বাংলাদেশের ভেতরে বিভিন্ন এলাকায় দুষ্কৃতীরা পথ আটকে ট্রাকের মূল্যবান সামগ্রী, চালকদের টাকা ও মোবাইল ফোন কেড়ে নিচ্ছে। প্রতিবাদ করলে জুটছে মারধর। সীমান্ত পেরিয়ে ওপারে যেতে এখন রীতিমতো বুক কাঁপছে ভারতীয় চালকদের। অনেকেরই দাবি, নিরাপত্তা নিশ্চিত না হলে তাঁরা আর ওপারে গাড়ি নিয়ে যাবেন না।

ফাঁকা বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র: বাংলাদেশের এই অস্থিরতার বড় প্রভাব পড়েছে সীমান্তের ব্যবসায়িক ক্ষেত্রেও। ফুলবাড়ির বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র বা মানি এক্সচেঞ্জ অফিসগুলি বর্তমানে কার্যত জনশূন্য। পর্যটক এবং ব্যবসায়ীদের যাতায়াত তলানিতে ঠেকায় বৈদেশিক মুদ্রার লেনদেন প্রায় বন্ধের মুখে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে যেখানে প্রতিদিন কয়েকশো মানুষের ভিড় থাকত, এখন সেখানে সারাদিনে হাতেগোনা কয়েকজনের দেখা মিলছে।

উদ্বেগে ব্যবসায়ীরা: শুধু ট্রাক চালক নয়, এই অরাজকতায় মাথায় হাত পড়েছে রফতানি-আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও। সীমান্তের ওপারে পণ্য খালাস করা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের খবরেও সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে। সব মিলিয়ে ওপার বাংলার ডামাডোলে ফুলবাড়ি সীমান্তে এখন শুধুই অনিশ্চয়তার ঘনঘটা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy