সরিসায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা! ক্ষোভ শুনতে আহতদের দেখতে গেলেন সুকান্ত মজুমদার, কী অভিযোগ উঠল তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে?

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে আহত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যকর্তারা। বৃহস্পতিবার তাঁদের দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে আহত বিজেপি কর্মীরা তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগড়ে দেন। তাঁরা অভিযোগ করেন, বিহার নির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়।

আহতদের সঙ্গে কথা বলার পর সুকান্ত মজুমদার জানান, তাঁর দলের কার্যকর্তাদের ওপর হামলা হয়েছে এবং পুলিশ সেই ঘটনায় সঠিক পদক্ষেপ নেয়নি। আহতরা সরাসরি পুলিশের অসহযোগিতার দিকে আঙুল তুলেছেন। বিজেপি রাজ্য সভাপতি এই ঘটনাকে তৃণমূলের সন্ত্রাস এবং গণতন্ত্রের ওপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy